December 6, 2025
টিভি-ও-সিনেমা

যখন শিল্পা শেঠি আর বাবা রামদেব মঞ্চে ভাগাভাগি করলেন যোগের মুহূর্ত

২০১৬ সালের এক বিশেষ মুহূর্ত আজও ইন্টারনেটে রয়ে গেছে। সেই বছর অভিনেত্রী শিল্পা শেঠি কুন্দ্রা বাবা রামদেবের যোগ শিবিরে মঞ্চে উঠে একসঙ্গে যোগ আসন প্রদর্শন করেছিলেন।শুধু সেলিব্রিটির উপস্থিতি নয়, এ আয়োজন ছিল সুস্থতা আর যোগের আনন্দ উদযাপন।

ফিটনেস ও হেলদি লিভিং–এর প্রচারে সবসময়ই অগ্রণী শিল্পা সেদিন বাবা রামদেবকে উপহার দিয়েছিলেন তাঁর বই দ্য গ্রেট ইন্ডিয়ান ডায়েট। পরে তিনি সামাজিক মাধ্যমে জানান, আশীর্বাদ পেয়ে তিনি ভীষণ আনন্দিত।শিবিরে দু’জনে মঞ্চে উঠে প্রদর্শন করেছিলেন বেশ কিছু আসন। তার মধ্যে ছিল ধনুরাসন (ধনুক ভঙ্গি), যা পেট ও পিঠের পেশী মজবুত করে, আর ভুজঙ্গাসন (সাপ ভঙ্গি), যা শরীরকে নমনীয় করে তোলে।

একসঙ্গে তাদের আসন ভঙ্গি আর হাসি দর্শকদের কাছে হয়ে উঠেছিল অনন্য অভিজ্ঞতা।এর আগেও শিল্পা ও বাবা রামদেবকে একসঙ্গে দেখা গিয়েছিল, যেমন তাঁর ৪০তম জন্মদিনের অনুষ্ঠানে। তখনও তিনি যোগাসনের মাধ্যমে নিজের দক্ষতা দেখিয়েছিলেন।বছরের পর বছর ধরে শিল্পা শেঠি তাঁর জনসম্মুখে উপস্থিতিকে ব্যবহার করেছেন সুস্থ জীবনযাপন আর সচেতনতার প্রচারে। সেই দিনকার ছবি আর ভিডিও এখনো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করে, মনে করিয়ে দেয় যখন বলিউডের গ্ল্যামার মিলেছিল প্রাচীন যোগবিদ্যার সঙ্গে।

Related posts

Leave a Comment