আগামী ১৮ জুলাই দুর্গাপুর স্টেডিয়ামে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি. তারই আগে আসানসোলে দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল বিজেপি কর্মীদেরকে নিয়ে দক্ষিণ বিধানসভা বানপুর স্টেশন রোড বাজার এলাকায় প্রত্যেকটি দোকানদার পথ চলতি মানুষকে অন্য দিকে বানপুর স্টেশন আবেদন প্রচার চালায়, মোদি সভায় যাওয়ার দেওয়ার জন্য আবেদন করেন বিধায়ক অগ্নিমাত্রা পাল।
