সংবাদ কলকাতা: শহরে (kolkata) রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। চলতি মরশুমের এটাই শীতলতম দিন।
মাঝে বঙ্গোপসাগরে অতিরিক্ত জলীয় বাষ্প প্রবেশ করায় তাপমাত্রা বেড়ে গিয়েছিল। তবে ফের নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। তবে আপাতত রাজ্যের বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
আলিপুর হাওয়া অফিস থেকে জানানো হয়েছে, শনিবারের তুলনায় আজ আরও পারদ পতন।কলকাতা শহরে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার শহরে সকালের দিকে তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সকালের দিকে ছিল হালকা কুয়াশা।ঠান্ডার আমেজও ছিল বেশ।
জেলাগুলির (westbengal)ক্ষেত্রে তাপমাত্রা কলকাতার তুলনায় আরও কম। তবে জাঁকিয়ে শীত এখনই পড়ছে না,কিন্তু ঠান্ডার আমেজ বেশ ভালই উপভোগ করতে শুরু করে দিয়েছে শহরবাসী।
এদিকে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। রবিবার ঘূর্ণাবর্ত তৈরি হবে আন্দামান সাগরে। সেই ঘূর্ণাবর্ত ২৪ ঘন্টায় নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপ এর অবস্থান দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগর সংলগ্ন এলাকা।
