বৃন্দাবনের এক আশ্রমের প্রধান পুরোহিতের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং ভিডিও করে ব্ল্যাকমেলের অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের এক যুবক এই অভিযোগ দায়ের করেছেন, যা ঘিরে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগের ভিত্তিতে মথুরার পুলিশ সুপার তদন্তের নির্দেশ দিয়েছেন।অভিযোগকারীর দাবি, ২০২২ সালের নভেম্বর মাসে তিনি আশ্রমে আবাসিক ছিলেন। সেই সময় তাঁকে মাদক মেশানো প্রসাদ খাওয়ানো হয়, এরপর অচৈতন্য অবস্থায় আশ্রম প্রধান তাঁকে যৌন নির্যাতন করেন।
 শুধু তাই নয়, ওই ঘটনার ভিডিও রেকর্ড করে সেটিকে হাতিয়ার করে পরে নিয়মিত ব্ল্যাকমেল করা হতো। প্রতিবাদ করলে শারীরিক নির্যাতনেরও শিকার হন বলে জানিয়েছেন ওই যুবক।যুবকের কথায়, ঘটনার পর থেকে তিনি মানসিক অবসাদে ভুগতে শুরু করেন। একাধিকবার আশ্রম ছেড়ে বেরোতে চাইলেও পারেননি। 
অবশেষে সুযোগ বুঝে পালিয়ে নিজের বাড়িতে ফেরেন। এরপর উচ্চপদস্থ এক পুলিশ আধিকারিকের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি জানান। পরে তিনি মথুরার এসএসপি’র কাছে গিয়ে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করেন।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগের প্রেক্ষিতে সার্কেল অফিসার (সদর) সন্দীপ কুমার সিংকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

