বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র ‘বিশ্ব হিন্দু বার্তা’র ৫০ তম বর্ষ উদযাপন করল পত্রিকার পরিচালন এবং প্রচার ও প্রসার সমিতি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি প্রাঙ্গনের রথীন্দ্র মঞ্চে এই মাসিক পত্রিকার সুবর্ণ জয়ন্তী বর্ষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের প্রদেশ ও জাতীয় স্তরের কার্যকর্তারা। অনুষ্ঠানের মুখ্য অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব হিন্দু পরিষদের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক শ্রী বজরঙ্গলাল বাগড়া। অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন শ্রী সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান শ্রী হরিমোহন বাঁগড়। এছাড়া এই সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট শিল্পপতি শ্রী অরুণ চুড়িওয়ালের গৌরবময় উপস্থিতি অনুষ্ঠানকে বিশেষভাবে আলোকিত করে।
শনিবার বিকেল ৪ টে নাগাদ পত্রিকার সম্পাদক ড. জয়ন্ত বিশ্বাসের সঞ্চালনায় এই অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতে বিশিষ্ট অতিথিদের হাত দিয়ে ‘ বিশ্ব হিন্দু বার্তা’র ৫১ তম বর্ষের প্রথম সংখ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর পত্রিকার প্রতিষ্ঠা এবং তার পরিচালনা ও প্রসারের সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি শ্রী স্বপন মুখার্জি । তিনি পত্রিকার শুরু থেকেই যাঁদের অক্লান্ত পরিশ্রম এবং আত্মত্যাগ রয়েছে তার একটি সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরেন। বিশেষভাবে উল্লেখ করেন পত্রিকার প্রথম সম্পাদক প্রয়াত অরুণ ভট্টাচার্য এবং সত্যরঞ্জন গিরির অশেষ অবদানের কথা। বর্তমানে সত্যরঞ্জন গিরি খুবই অসুস্থ আছেন। সেজন্য তিনি এই অনুষ্ঠানে উপস্থিত হতে না পারায় স্বপন মুখার্জি তাঁর বক্তব্যে আক্ষেপ প্রকাশ করেন।
জানা গিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের সারা ভারতে যতগুলি মুখপত্র রয়েছে, বর্তমানে বাংলা মুখপত্র ‘বিশ্ব হিন্দু বার্তা’ প্রচার সংখ্যায় দ্বিতীয় স্থানে। যার প্রচার সংখ্যা এখন ৫ হাজার অতিক্রম করেছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে হিন্দি মুখপত্র ‘বিশ্ব বার্তা’। ফলে এই মুখপত্রের প্রচার সংখ্যা যে উল্লেখযোগ্য স্থানে রয়েছে, তা নিয়ে উপস্থিত দর্শক, লেখক এবং শুভানুধ্যায়ীদের মধ্যে যথেষ্ট চর্চা শুরু হয়েছে।
এদিনের অনুষ্ঠানে রথীন্দ্র মঞ্চের সভাঘর আলোকিত করেছিলেন প্রায় দুই শতাধিক দর্শক। অনুষ্ঠানের উদ্যোক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ‘বিশ্ব হিন্দু পরিষদের’ দক্ষিণ বঙ্গের সভাপতি শ্রী সুবীর সান্যাল, সম্পাদক শ্রীচন্দ্রনাথ দাস, সহ সভাপতি ও ‘ বিশ্ব হিন্দু বার্তা’র উপদেষ্টা শ্রী দিলীপ ঝাঁওয়ার, ‘ বিশ্ব হিন্দু বার্তা’র প্রচার ও প্রসার সমিতির কার্যকর্তা শ্রী জয়ন্ত ভৌমিক।
previous post
