27 C
Kolkata
August 1, 2025
কলকাতা

পহেলগাঁওয়ে হিন্দু হত্যা, কলকাতায় গর্জে উঠল বিশ্ব হিন্দু পরিষদ

নিজস্ব চিত্র

কাশ্মীরে নিরীহ হিন্দু পর্যটকদের নৃশংস হত্যার প্রতিবাদে গর্জে উঠল বিশ্ব হিন্দু পরিষদ। শুক্রবার কলকাতা শহর জুড়ে একটি বৃহদ প্রতিবাদ মিছিলে সামিল হল সংগঠনের দক্ষিণবঙ্গ প্রান্তের সদস্যরা। শিয়ালদহ ও হাওড়া থেকে দুটি বিশাল মিছিল বিকেলের ব্যস্ত কলকাতাকে বেশ কিছুক্ষণের জন্য স্তব্ধ করে দেয়। একটি মিছিল শুরু হয় শিয়ালদহ থেকে এবং অন্যটি শুরু হয় হাওড়া থেকে। দুটি মিছিলই মিলিত হয় ধর্মতলাতে গিয়ে। শিয়ালদহ থেকে যে মিছিলটি শুরু হয়, সেটি কলেজ স্কোয়ার হয়ে ধর্মতলা পৌঁছয়। আবার হাওড়া থেকে শুরু হওয়া মিছিলটি হাওড়া ব্রিজ হয়ে ধর্মতলা পৌঁছয়। মিছিলে অংশগ্রহণকারীদের স্লোগান ছিল– ‘মুর্শিদাবাদ থেকে পেহেলগাঁও, জঙ্গি মুক্ত ভারত চাই।’ সংগঠনের মধ্য কলকাতার জেলা সংগঠন আওয়াজ তোলে– ‘মুর্শিদাবাদ থেকে কাশ্মীর হিন্দু হত্যার বদলা চাই/ মুসলিম জিহাদী জঙ্গিদের ফাঁসি চাই।’

প্রসঙ্গত ইসলামিক মৌলবাদী গোষ্ঠীর তাণ্ডবে ভারতে হিন্দু হত্যার ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। সম্প্রতি মুর্শিদাবাদে হিন্দুদের ওপর হামলা এবং মঙ্গলবার পহেলগাঁওয়ে বেছে বেছে ২৬ জন হিন্দু পর্যটককে নৃশংস হত্যার দৃষ্টান্ত গোটা ভারতবাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। পাক জঙ্গি গোষ্ঠী লস্কর-এ-তৈবার সহযোগী সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ)-এর বেশ কয়েকজন জঙ্গি ভারতীয় সেনার পোশাকে হামলা চালায়। আর এই নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশব্যাপী গর্জে উঠেছে বিশ্ব হিন্দু পরিষদ। দেশের বিভিন্ন প্রান্তে হিন্দু হত্যার বদলা এবং মুসলিম জিহাদীদের ফাঁসির দাবিতে সোচ্চার হয়েছে বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।

এদিন কলকাতার এই প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন সংগঠনের দক্ষিণবঙ্গ প্রান্তের সহ সভাপতি দিলীপ ঝাওয়ার, দক্ষিণবঙ্গ প্রান্ত সংগঠন মন্ত্রী মানিক পাল, দুর্গা বাহিনী সংযোজিকা পারমিতা পাল, দক্ষিণবঙ্গ প্রান্ত সম্পাদক চন্দ্রনাথ দাস, বিশ্ব হিন্দু বার্তা প্রচার প্রসার প্রমুখ জয়ন্ত ভৌমিক, দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচার প্রমুখ অরিন্দম কর, দক্ষিণবঙ্গ সহ মন্ত্রী প্রতীপরঞ্জন সমাদ্দার ও জয়দেব মাইতি, কলকাতা বিভাগ সংগঠন মন্ত্রী অনির্বান ভট্টাচার্য সহ অন্যান্য কার্য কর্তারা।

Related posts

Leave a Comment