সিডনি: ভারতীয় ব্যাটিং সুপারস্টার বিরাট কোহলি আবারও রেকর্ডের পাতায় ইতিহাস গড়লেন। শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারাকে পিছনে ফেলে একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকের জায়গা দখল করলেন তিনি। 
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনিতে চলতি সিরিজের ম্যাচে কোহলি দুর্দান্ত অর্ধশতক হাঁকিয়ে নিজের পুরনো ছন্দে ফেরার ইঙ্গিতও দিলেন।জনপ্রিয়তার তুঙ্গে থাকা এই ভারতীয় অধিনায়কত্বের সাবেক কর্তা ব্যাট হাতে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন। তাঁর ধৈর্যশীল ও ক্লাসিক স্ট্রোকপ্লে ভারতীয় ইনিংসকে শক্ত ভিত দেয়।
 বিশেষজ্ঞদের মতে, এই ইনিংস প্রমাণ করে যে কোাহলি এখনও বড় মঞ্চে সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যানদের একজন।তাঁর এই কীর্তিতে ক্রিকেটমহলে ফের উচ্ছ্বাস ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, বিশ্বকাপের আগে এই পারফরম্যান্স ভারতীয় দলের জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত বয়ে আনল।

