32 C
Kolkata
April 19, 2025
দেশ

Viral Father and Son: জনবহুল রাস্তায় এক হাতে ঘুমন্ত শিশুপুত্রকে আগলে রেখে বাইক চালাচ্ছেন বাবা, ভাইরাল ভিডিও

সংকল্প দে, সংবাদ কলকাতা: পৃথিবীর সবচেয়ে কাছের মানুষ হলেন বাবা-মা। আর তার থেকে বড় কিছু হতেই পারে না। ছেলে মেয়েকে আগলে রাখার জন্য সবচেয়ে বড় হাত থাকে বাবা মায়ের। সেরকমই এক সুন্দর নজির দেখা গেল সন্তান এবং তার বাবার। প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে একের পর এক দৃশ্য। সেরকমই এই দৃশ্যকেও বাদ দেওয়া যায় না। সন্তানকে আগলে রাখার জন্য যেকোনো পদক্ষেপ নিতে পারে একটি বাবা। তার সামনে ঢাল হয়ে যে মানুষটিকে দেখা যায়, তিনি আর কেউ নন, তিনিই বাবা।

সম্প্রতি প্রতিটি পেজে আনাগোনা করছে সেরকমই এক নজির। প্রসঙ্গত চলন্ত গাড়ি থেকে ঢুলে পড়ে যাওয়ার মারাত্মক আশঙ্কা আছে, তা এক ঝলক দেখেই বোঝা যায়। আর সেই অবস্থায় শিশুটিকে নিরাপদ রাখার সর্বত চেষ্টা চালাচ্ছেন চালক। শিশুটি যাতে পড়ে না যায়, এক হাত দিয়ে স্কুটারের হাতল ধরে চালাচ্ছেন ওই ব্যক্তি। অন্য হাত নিজের পিঠের দিকে দিয়ে ধরে আছেন শিশুটিকে। যাতে কোনওভাবেই সে ঢুলতে ঢুলতে পড়ে না যায়। যথাসম্ভব ধীর গতিতে স্কুটারটি চালাচ্ছেন তিনি। ভিডিওটি ভাইরাল হতেই অনেকেরই প্রশংসা কুড়িয়েছেন সেই ব্যাক্তি।

Related posts

Leave a Comment