বাংলা নিউজ স্টোরি:দেহরাদূন: উত্তরাখণ্ড সরকার আগামী তিন বছরে রাজ্যের পুলিশ কর্মীদের জন্য ৩০০ কোটি টাকা ব্যয় করবে তাদের আবাসিক ভবন নির্মাণে। মঙ্গলবার দেহরাদূনে এই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। তিনি বলেন, “আগামী তিন বছরে পুলিশ কর্মীদের আবাসিক ভবন নির্মাণের জন্য প্রতি বছর ১০০ কোটি টাকা বরাদ্দ থাকবে।”
৬৬তম পুলিশ স্মৃতি দিবস উপলক্ষে পুলিশের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৩৫,০০০-এর বেশি পুলিশ সদস্যকে শ্রদ্ধা জানিয়ে বলেন, রাজ্যের পুলিশ ও তাদের পরিবারের কল্যাণে সরকার সবরকম উদ্যোগ নেবে।ধামী জানান, গত তিন বছরে পুলিশ দফতরের ভবন নির্মাণে ৫০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। এর পাশাপাশি আগামী তিন বছরে পুলিশ কর্মীদের আবাসিক ভবনে ৩০০ কোটি টাকা ব্যয় করা হবে, যা প্রতি বছর ১০০ কোটি টাকার সমান।
তিনি উল্লেখ করেন, এটি পূর্ববর্তী সরকারের তুলনায় অনেক বেশি। বর্তমানে প্রশাসনিক ভবনের পাশাপাশি ৬৮৮টি আবাসিক ভবন নির্মাণাধীন এবং রাজ্য পুলিশের জন্য ১২০টি নতুন আবাসিক ভবন নির্মাণের একটি নতুন প্রকল্প শুরু করা হচ্ছে।রাজ্য সরকার পুলিশ ব্যারাক, মেস ও কর্মস্থল আধুনিকায়নের জন্য পর্যাপ্ত তহবিল প্রদান করেছে। মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার আওতায় সব পুলিশ কর্মীর জন্য ক্যাশলেস চিকিৎসা সুবিধা প্রদান করা হচ্ছে।
তিনি বলেন, চলতি বছরে প্রায় ১৩৬ জন মৃত পুলিশ কর্মীর পরিবারের সদস্যকে সহমর্মিতা ভিত্তিক চাকরির সুযোগ দেওয়া হয়েছে।ধামী দাবি করেন, ২০২৫ সালে উত্তরাখণ্ড পুলিশ ৪ কোটি কাঁওয়ার ভক্ত ও ৫০ লাখ চর্ডধাম তীর্থযাত্রীদের নিরাপদ ও সুষ্ঠু যাত্রা নিশ্চিত করতে বিশেষ অবদান রেখেছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় পুলিশ অদম্য সাহস ও দ্রুততায় অনেক জীবন বাঁচিয়েছে।
