লোহিত সাগরে আমেরিকার জাহাজে হামলা। এই দাবি করেছে হুথি জঙ্গি গোষ্ঠী। হুথিদের বক্তব্য, তারা আমেরিকার বিমানবাহী জাহাজ ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাত করেছে। ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। 
ইয়েমেনে হামলা না থামানো হলে মার্কিন জাহাজগুলিতেও একইভাবে হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী। হুথির নেতা আব্দুল মালিক আল-হুথি রবিবার জানিয়েছেন, লোহিত সাগরে এবার তাঁদের নিশানা আমেরিকার বাণিজ্যতরীগুলি। তাঁর কথায়, ‘ওরা যদি আগ্রাসন চালিয়ে যায়, আমরাও আক্রমণের ঝাঁঝ বাড়িয়ে দেব।’ 
যদিও আমেরিকা হুথিদের দাবি অস্বীকার করেছে। প্রত্যাঘাতের দাবি উড়িয়ে আমেরিকার এক আধিকারিক জানিয়েছেন, রবিবার মার্কিন বিমান থেকে গুলি করে হুথিদের মোট ১১টি ড্রোন নামানো হয়েছে। তার কোনওটাই ট্রুম্যান নামক জাহাজের কাছাকাছি যায়নি।

