November 1, 2025
Uncategorized

১০ মাসে উত্তরপ্রদেশে ১৩ লক্ষ পরিবারের পাশে ‘জিরো পোভার্টি’ অভিযান

সংবাদ:
মাত্র ১০ মাসে উত্তরপ্রদেশে দারিদ্র দূরীকরণে নতুন মাইলফলক ছুঁয়েছে যোগী আদিত্যনাথ সরকার। ‘জিরো পোভার্টি’ অভিযানের আওতায় ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে প্রায় ১৩.৩২ লক্ষ দরিদ্র পরিবার। এর মধ্যে ৩.৭২ লক্ষ পরিবার ইতিমধ্যেই পাচ্ছে বহুমুখী সুবিধা।২০২৪ সালের ১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ভাষণে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অভিযানের ঘোষণা করেন। এরপর ২ অক্টোবর সরকারি ভাবে সূচনা হয় প্রকল্পটির। প্রতিটি গ্রামপঞ্চায়েতে ন্যূনতম ২৫টি অতিদরিদ্র পরিবারকে চিহ্নিত করে তাঁদের মৌলিক চাহিদা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।চিহ্নিত

পরিবারগুলোকে আবাসন, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা ও জীবিকা নির্বাহের সুযোগের সঙ্গে যুক্ত করা হচ্ছে। ২০২৫ সালের আগস্ট পর্যন্ত সর্বাধিক পরিবার চিহ্নিত হয়েছে আজমগড়ে (৪২,০৮২), এরপর রয়েছে জৌনপুর (৩৯,৩৭৪), সীতাপুর (৩৬,৫৭১), হারদোই (৩০,০৫০) ও প্রয়াগরাজ (২৮,৯৩৫)। বিশেষ উদ্যোগের মাধ্যমে পঞ্চায়েত ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় দ্রুত বিস্তার ঘটছে এই কর্মসূচির।মুখ্যমন্ত্রীর দাবি, শুধু আর্থিক সাহায্য নয়, ২০২৭ সালের মধ্যে সম্পূর্ণ দারিদ্র দূরীকরণই এই অভিযানের লক্ষ্য।

এজন্য পরিবারগুলোকে যুক্ত করা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনা, মুখ্যমন্ত্রী আবাস যোজনা, জল জীবন মিশন, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত, মনরেগার মতো সরকারি প্রকল্পের সঙ্গে। পাশাপাশি শিক্ষা, মহিলাদের স্বনির্ভরতা ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।ডেটা-ভিত্তিক নজরদারি, স্বচ্ছতা ও সামাজিক অংশগ্রহণের মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে ‘জিরো পোভার্টি’ অভিযান।

Related posts

Leave a Comment