উত্তরপ্রদেশের পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জয়বীর সিং লখনৌর স্টেট মিউজিয়ামে নবনির্মিত অডিটোরিয়ামের উদ্বোধন করেন এবং মথুরার সরকারি জাদুঘরের ৩৬০-ডিগ্রি ভার্চুয়াল ট্যুর চালু করেন।এই উদ্যোগের ফলে এখন মানুষ ঘরে বসেই একটি ক্লিকের মাধ্যমে মথুরা জাদুঘরে সংরক্ষিত বিরল পাণ্ডুলিপি, ভাস্কর্য ও নিদর্শন ঘুরে দেখতে পারবেন।সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, “আমাদের জাদুঘরে সংরক্ষিত পাণ্ডুলিপি, প্রত্নবস্তু ও নিদর্শন শুধু ঐতিহ্য নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য মূল্যবান জ্ঞানভান্ডার। 
এগুলোকে সংরক্ষণ ও ডিজিটাইজ করার মাধ্যমে আমরা গবেষণাকে শক্তিশালী করছি এবং আগামী প্রজন্মের হাতে তুলে দিচ্ছি।”তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ঐতিহ্য সংরক্ষণের নির্দেশ দেন এবং বলেন স্কুলের শিক্ষার্থী, গবেষক ও সাধারণ মানুষ যাতে এর সুফল পায়, সেই উদ্যোগ বাড়াতে হবে।মন্ত্রী আরও নির্দেশ দেন যাতে লখনৌ ও আশেপাশের জেলার স্কুল শিক্ষার্থীদের নিয়মিত জাদুঘরে ভ্রমণে নিয়ে আসা হয়। তিনি বলেন, “আমাদের তরুণরাই উন্নত ভারতের নির্মাতা। 
জাদুঘর শুধু ইতিহাস সংরক্ষণ করবে না, বরং শিশুদের বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী, ইতিহাসবিদ ও উন্নত ভারত@২০৪৭-এর নির্মাতা হতে অনুপ্রাণিত করবে।”পর্যটন উপদেষ্টা জে.পি. সিং বলেন, এই উদ্যোগ চালু হওয়ায় এখন যেকোনো দর্শনার্থী ডিজিটালভাবে মথুরা জাদুঘরের গ্যালারিতে হাঁটতে পারবেন। “ইতিহাসপ্রেমী, গবেষক ও শিক্ষার্থীরা যেকোনো জায়গা থেকে অনলাইনে প্রদর্শনীগুলো উপভোগ করতে পারবেন।”অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিশুদের জন্য নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
 বক্তৃতা, গান, ছবি আঁকা, ফ্যান্সি ড্রেস, রঙ্গোলি প্রভৃতিতে সেরা হওয়া শিক্ষার্থীদের হাতে মন্ত্রী সনদপত্র তুলে দেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ছিলেন আাশি, হুম্বিয়া আনসারি, ঋদ্ধিমা সোণি, কার্তিক, জোয়া এবং আরও অনেকে। প্রতিযোগিতাগুলো লখনৌর বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হয়, যার মধ্যে প্রাইমারি স্কুল আমানি গঞ্জ, হায়ার সেকেন্ডারি স্কুল এবং গভর্নমেন্ট গার্লস ইন্টার কলেজ, মালিহাবাদ অন্তর্ভুক্ত।
							previous post
						
						
					
