October 31, 2025
দেশ

দুর্গাপূজা ও দীপাবলিতে উত্তরপ্রদেশে এসি বাসভাড়ায় ১০ শতাংশ ছাড়

লখনউ — উৎসবের মরশুমে যাত্রীদের সুবিধার্থে ভাড়া কমাল উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের পরিবহন দপ্তরের অধীন উত্তরপ্রদেশ স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (ইউপিএসআরটিসি) সব এয়ার-কন্ডিশন্ড বাসে সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত ভাড়া কমানোর সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে। আপাতত এই ছাড় অনির্দিষ্টকালের জন্য চালু থাকবে।বুধবার পরিবহন দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দয়াশঙ্কর সিং জানান, সরকারের উদ্দেশ্য যাত্রীদের আরও আরামদায়ক ও সাশ্রয়ী যাত্রাসুবিধা দেওয়া।ছাড় পাওয়া যাবে জনরথ, পিঙ্ক, শতাব্দী, ভলভো ও এসি স্লিপার বাস পরিষেবায়। তবে ২০২৪ সালের ১ জানুয়ারির পর নথিভুক্ত নতুন এসি বাসগুলির ক্ষেত্রে এই ছাড় প্রযোজ্য হবে না।

নতুন ভাড়ার হার:

  • ৩*২ বাস: প্রতি কিলোমিটার ₹১.৪৫
  • ২*২ বাস: প্রতি কিলোমিটার ₹১.৬০
  • ভলভো (হাই-এন্ড): প্রতি কিলোমিটার ₹২.৩০
  • এসি স্লিপার: প্রতি কিলোমিটার ₹২.১০

মন্ত্রী দয়াশঙ্কর সিং নির্দেশ দিয়েছেন, চালক ও কন্ডাক্টরদের বিশেষভাবে পরামর্শ দেওয়া হবে, যাতে তাঁরা আরও বেশি যাত্রী আকৃষ্ট করতে পারেন এবং কর্পোরেশনের মোট আয় যেন ক্ষতিগ্রস্ত না হয়।

Related posts

Leave a Comment