25 C
Kolkata
November 1, 2025
দেশ

যোগী সরকারের বিরুদ্ধে জনসাধারণকে আইনি সহায়তা দিতে ‘ন্যায়যোদ্ধা’ গড়ল উত্তরপ্রদেশ কংগ্রেস

উত্তরপ্রদেশ প্রদেশ কংগ্রেস কমিটি (UPCC)-এর সভাপতি অজয় রাই বৃহস্পতিবার ঘোষণা করলেন, যোগী আদিত্যনাথ নেতৃত্বাধীন বিজেপি সরকারের “স্বৈরাচারী ক্ষমতার অপব্যবহার”-এর বিরুদ্ধে লড়াই করতে কংগ্রেস আইনি উদ্যোগ নেবে।রাজ্যের কংগ্রেস দপ্তরে সাংবাদিক বৈঠকে অজয় রাই বলেন, “যোগীর শাসনে শুধু কংগ্রেস কর্মী নয়, সাংবাদিক ও সমাজকর্মীরাও মিথ্যা মামলায় হয়রানির শিকার হচ্ছেন, শুধু সত্য বলার জন্য বা সরকারের নীতি বিরোধিতা করার জন্য।”এই পরিস্থিতির মোকাবিলায় কংগ্রেস তার আইনি সেলকে পুনর্গঠন করে ‘ন্যায়যোদ্ধা’ (Nyay Yoddhas) তৈরি করবে, যারা আইনি লড়াইয়ে আক্রান্তদের পাশে দাঁড়াবে এবং গণতন্ত্র ও সংবিধানের মূল্যবোধ রক্ষায় ভূমিকা নেবে।UPCC আইনি সেলের সমন্বয়ক আসিফ রিজভি জানান, রাজ্যজুড়ে কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যেই ১,৭১৯টি মিথ্যা মামলা দায়ের করেছে বিজেপি সরকার। তিনি বলেন, “প্রত্যেক ক্ষতিগ্রস্ত কর্মীকে আইনি সহায়তা দেওয়া হবে এবং তাদের আইনের পথে শক্তিশালী করা হবে।”

রিজভি আরও দাবি জানান—

  • Advocate Protection Act বাস্তবায়ন,
  • আদালত প্রাঙ্গণে আইনজীবীদের জন্য যথাযথ বসার ব্যবস্থা,
  • জুনিয়র আইনজীবীদের (৫ বছর পর্যন্ত) মাসিক ভাতা,
  • প্রতিশ্রুত ১০ লক্ষ টাকার বীমা কার্যকর করা,
  • মৃত আইনজীবীর পরিবারকে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণ।

আইনি সেলের চেয়ারম্যান নীতিন কুমার মিশ্র বলেন, “আমাদের ন্যায়ের লড়াই চলবে। আমরা আইনি পথে সরকারের স্বৈরাচারিতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলব।”

Related posts

Leave a Comment