নয়াদিল্লি: দেশকে নেশামুক্ত করার লক্ষ্যে শুরু হওয়া অভিযানের প্রশংসা করলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, “আজকের যুবক-যুবতীরা মানসিক চাপ ও সামাজিক চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তাঁদের নেশামুক্ত করার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয় এবং দেশের ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
”মন্ত্রী জানান, এই কর্মসূচিতে প্রায় ১৫ হাজার তরুণ-তরুণী অংশ নিয়েছেন এবং তাঁরা শপথ নিয়েছেন— নিজেরা সব ধরনের নেশা থেকে দূরে থাকবেন এবং অন্তত দশজনকে নেশামুক্ত করতে সচেষ্ট হবেন। শেখাওয়াতের মতে, “এই প্রতিজ্ঞা যদি সমাজের প্রতিটি স্তরে ছড়িয়ে দেওয়া যায়, তবে ভারতকে সত্যিকারের মাদকমুক্ত দেশে পরিণত করা সম্ভব।”
সরকারি সূত্রে জানা গিয়েছে, এই অভিযান শুধু নেশা বিরোধী প্রচার নয়, বরং সমাজে সচেতনতা বৃদ্ধি, পুনর্বাসন ও মানসিক পরামর্শমূলক সহায়তা প্রদানের মাধ্যমে দীর্ঘমেয়াদি সামাজিক পরিবর্তন আনাই এর মূল লক্ষ্য।গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, “যুবসমাজই ভারতের ভবিষ্যৎ। তাঁদের মাদকমুক্ত রাখা মানেই একটি শক্তিশালী ও আত্মনির্ভর ভারত গঠনের ভিত্তি স্থাপন করা।” তিনি অনুষ্ঠানে উপস্থিত তরুণদের উদ্দেশে বার্তা দেন, “তোমরাই আগামী দিনের নেতা— তোমাদের হাতেই দেশের ভবিষ্যৎ।”

