বৃহস্পতিবার গজলডোবা তিস্তা ক্যানেল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে এদিন স্থানীয়রা প্রথমে তিস্তা ক্যানেলের জলে দেহটিকে ভেসে উঠতে দেখতে পান। এরপরেই গোটা এলাকায় এই খবর চাউল হয়ে যায়। এবং স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে থাকেন। পরবর্তীতে স্থানীয়রা তড়িঘড়ি খবর দেন পুলিশকে। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিট পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। এরপর নিউ জলপাইগুড়ি থানার পুলিশ পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ওই ব্যক্তিকে এই এলাকায় আগে কখনো দেখা যায়নি। ওই এলাকার বাসিন্দা নন ওই ব্যক্তি। তবে কিভাবে মৃত্যু হল তা ক্রমশ রহস্য বাড়ছে। যদিও পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতনদের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই পরিষ্কার হবে কিভাবে মৃত্যু হয়েছে। তবে এখনো পর্যন্ত ওই ব্যক্তির নাম পরিচয় কিছুই জানা যায়নি। যদিও নাম পরিচয় জানার চেষ্টা শুরু করা হয়েছে। ইতিমধ্যে গোটা ঘটনা তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
next post