দুই দশকের বিরোধ ভুলে এক মাস আগে মিলিত হওয়া ঠাকরে চাচাতো ভাইদের আবারও একসাথে দেখা গেল। বুধবার (গণেশ চতুর্থী উপলক্ষে) শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ভব ঠাকরে ও এমএনএস প্রধান রাজ ঠাকরে একত্রিত হলেন।
উদ্ভব ঠাকরে গণেশ চতুর্থীর দিনে রাজ ঠাকরের বাসভবনে যান, পরিবারের সঙ্গে উৎসবে যোগ দেন এবং শুভেচ্ছা জানান।এটি পবিত্র এই দিনে ঐক্য ও শক্তির প্রকাশ্য প্রদর্শনীতে পরিণত হয়েছে, যা মহারাষ্ট্র রাজনীতিতে নতুন জল্পনা সৃষ্টি করেছে।
