November 1, 2025
দেশ

গণেশ চতুর্থীতে উদ্ভব–রাজ ঠাকরে একত্রিত, মহারাষ্ট্র রাজনীতিতে জল্পনা

দুই দশকের বিরোধ ভুলে এক মাস আগে মিলিত হওয়া ঠাকরে চাচাতো ভাইদের আবারও একসাথে দেখা গেল। বুধবার (গণেশ চতুর্থী উপলক্ষে) শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ভব ঠাকরে ও এমএনএস প্রধান রাজ ঠাকরে একত্রিত হলেন।

উদ্ভব ঠাকরে গণেশ চতুর্থীর দিনে রাজ ঠাকরের বাসভবনে যান, পরিবারের সঙ্গে উৎসবে যোগ দেন এবং শুভেচ্ছা জানান।এটি পবিত্র এই দিনে ঐক্য ও শক্তির প্রকাশ্য প্রদর্শনীতে পরিণত হয়েছে, যা মহারাষ্ট্র রাজনীতিতে নতুন জল্পনা সৃষ্টি করেছে।

Related posts

Leave a Comment