মুম্বই, ১৫ সেপ্টেম্বর: প্রথমবার একসঙ্গে টক শো হোস্ট হিসেবে হাজির হতে চলেছেন বলিউডের দুই জনপ্রিয় মুখ কাজল ও টুইঙ্কল খান্না। প্রাইম ভিডিও-র নতুন অরিজিনাল সিরিজ ‘Two Much with Kajol and Twinkle’-এর ট্রেলার প্রকাশ্যে আসতেই দর্শক মহলে উচ্ছ্বাস।
ট্রেলারে দেখা যাচ্ছে, তারকাদের ড্রয়িংরুমের হাসি-ঠাট্টা, মজার স্মৃতি আর খুনসুটি যেন দর্শকের ঘরেই চলে আসছে। শো-এর ট্যাগলাইনও হতে পারত— “কোনও ফিল্টার নেই, কোনও ভান নেই, শুধু চার্মের সঙ্গে একগুচ্ছ বিশৃঙ্খলা।”
অতিথিদের তালিকা বলিউডের প্রথম সারির নামেই ঠাসা। থাকছেন সালমান খান, আমির খান, করণ জোহর, আলিয়া ভাট, বরুণ ধাওয়ান, কৃতি স্যানন, ভিকি কৌশল, গোবিন্দা, জাহ্নবী কপূরসহ আরও অনেকে।
কাজল বলেছেন, “টুইঙ্কল আর আমি বহুদিনের বন্ধু। একসঙ্গে আড্ডা মানেই দারুণ বিশৃঙ্খলা, কিন্তু সবচেয়ে মজার ধরনের। এই শো আসলে সেই হাসি-মজা ভাগ করে নেওয়া। এখানে কোনও রিহার্সড উত্তর নেই। সবকিছুই একেবারে খোলামেলা আর অকপট।”
অন্যদিকে টুইঙ্কলের মতে, শো-এর আসল আকর্ষণ এর স্বতঃস্ফূর্ততা। তিনি বলেছেন, “সবচেয়ে ভালো আড্ডা তখনই হয় যখন সেটা সৎ আর রসিকতায় ভরা থাকে। এই শো নিখুঁত ছবি নয়, বরং মিশে আছে হাসি, দুষ্টুমি আর সত্যিকারের মুহূর্ত।”
বানিজে এশিয়া প্রযোজিত এই টক শো মুক্তি পাচ্ছে ২৫ সেপ্টেম্বর। প্রতি বৃহস্পতিবারই আসবে নতুন পর্ব।
