27 C
Kolkata
August 1, 2025
জেলা

জমি সংক্রান্ত জেরে দু’পক্ষের মধ্যে প্রকাশ্যে লাটি নিয়ে মারামারি, আটক দুই পক্ষের কয়েকজন

রবিবার দুপুরে নাগাদ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলা ভরতপুর থানার অন্তর্গত গড্ডা গ্রামে কোনাইপাড়া এলাকায়।
জানাযায়, পৈত্রিক সম্পত্তি নিয়ে ‘দু’পক্ষের সঙ্গে মারামারি। প্রকাশ্যে এমনই ঘটনা সাক্ষী থাকল গড্ডা গ্রামে কোনাইপাড়া বাসিন্দারা। ভরতপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সাধন মন্ডলের অভিযোগ, আমার জায়গা অবৈধভাবে বদন মন্ডল তার বাবার নামে করে নেয়। এমনই অভিযোগ করছেন সাধন মন্ডল।
বদন মন্ডল জানান, এই অভিযোগ মানতে নারাজ বদন মন্ডল।

বদন বলে যদি আমরা কারো জায়গা অবৈধভাবে রেকর্ড করে থাকি তাহলে আপনারা আইনি সহায়তা নিন, গায়ে জোর দেখে লাভ কি।
স্থানীয় বাসিন্দা সুত্রে জানাযায়, এদিন দুপুর নাগাদ সাধন মন্ডল মাঠে নিজেদের জায়গা দেখতে যায়। সেই সময় বদন মন্ডল সাথে কথা কাটাকাটি হয়। তারপর প্রকাশ্যে সংঘর্ষ শুরু করে দুই পক্ষ বলে জানাযায়। তবে ঘটনাস্থলে ভরতপুর থানা পুলিশ এসে উভয় পক্ষের অভিযোগে ভিত্তিতে বেস কয়েক জনকে আটক করে বলে জানাযায়।
পুলিশ সুত্রে জানাযায়, জমি সংক্রান্ত জেরে দু’পক্ষের প্রকাশ্যে সংঘর্ষ, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। এই ঘটনায় কয়েকজন আটক করা হয়েছে। ঘটনার তদন্ত করে দেখছে ভরতপুর থানার পুলিশ।

Related posts

Leave a Comment