24 C
Kolkata
April 18, 2025
দেশ বিদেশ

Twin Cyclone Biparjoy and Tej: জুনের জোড়া সাইক্লোন ‘বিপর্যয়’ ও ‘তেজ’!

সংবাদ কলকাতা: বিশ্বের বিভিন্ন আবহাওয়া মডেল জানাচ্ছে, জুন মাসের ৮ থেকে ১০ তারিখের মধ্যে দুটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জুন মাসের ৪ তারিখ অর্থাৎ আগামী রবিবার থেকে সোমবারের মধ্যে সে সম্বন্ধে স্পষ্ট ধারণা পাওয়া যাবে। এই দুই ঘূর্ণিঝড়ের প্রথমটির নাম ‘বিপর্যয়’ দিয়েছে বাংলাদেশ। আর দ্বিতীয়টির নাম ‘তেজ’ দিয়েছে ভারত।

যদিও ভারতের মৌসম ভবন এখনও পর্যন্ত এই ঘূর্ণিঝড়ের কোনও স্পষ্ট পূর্বাভাস দেয়নি। ঘূর্ণিঝড় মোকার প্রভাব বাংলাদেশ ও মায়ানমারে পড়লেও বাংলা বা ওড়িশাতে তেমন কোনও প্রভাব পড়েনি। তবে এই জোড়া ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ ও ‘তেজ’ যথেষ্ট চিন্তায় রেখেছে বাংলাদেশ সহ পূর্ব ভারতের রাজ্যগুলিকে। ভারতের মৌসম ভবন জানাচ্ছে, উত্তর আন্দামান সাগর এবং সংলগ্ন দক্ষিণ মায়ানমারের ইয়াঙ্গনের কাছে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত শক্তি সঞ্চয় করে নিম্নচাপ এবং গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট জানিয়েছে, উত্তর আন্দামান সাগরের এই সাইক্লোনিক সার্কুলেশন রবি-সোম নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে।

৫ জুন থেকে ৭ জুনের মধ্যে এই নিম্নচাপ শক্তি বাড়াবে। যার প্রভাব পড়বে পূর্ব-মধ্য ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। শেষ পর্যন্ত ৮ থেকে ৯ জুনের মধ্যে এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্ট-এর পূর্বাভাস। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে “বিপর্যয়”। এর নাম দিয়েছে বাংলাদেশ। তবে ঘূর্ণিঝড় কোন অভিমুখে রওনা দেবে তা নিয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়া বিশেষজ্ঞরা। উত্তর বঙ্গোপসাগরে এর কতটা প্রভাব পড়বে সে বিষয়েও নিশ্চিত নন তাঁরা। প্রাথমিকভাবে মায়ানমার ও বাংলাদেশ এর অভিমুখ হলেও শেষ পর্যন্ত অভিমুখ পরিবর্তনও হতে পারে। সেদিকেই নজর রাখছেন আবহাওয়াবিদরা।

একইসঙ্গে জুন মাসের দ্বিতীয় সপ্তাহে আরব সাগরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। দক্ষিণ আরব সাগরে ঘূর্ণাবর্ত তৈরি হবে শনি ও রবিবার। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে ৫ থেকে ৭ জুনের মধ্যে। কেরল উপকূলের কাছাকাছি দক্ষিণ আরব সাগরে এটি নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। যা ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগোবে বলে ধারণা করা হচ্ছে। উপকূল বরাবর সঞ্চালিত হবে এই ঘূর্ণিঝড়। সেজন্য এটি মহারাষ্ট্র ও গুজরাত উপকূলের কাছাকাছি পৌঁছতে পারে। ৮ জুন ১০ জুনের মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূল বরাবর সমুদ্রেই অবস্থান করবে। এই গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে “তেজ”। যার নামকরণ করেছে ভারতের আবহাওয়া দপ্তর। শেষ পর্যন্ত ঘূর্ণিঝড় ‘তেজ’ ভারতবর্ষের উপকূলে, নাকি পাকিস্তানের উপকূলে আছড়ে পড়ে, সেদিকেই নজর থাকবে আবহাওয়াবিদদের।

Related posts

Leave a Comment