ভারত-সহ একাধিক দেশের পণ্যের পর চাপানোে এই শুল্ক কার্যকর হওয়ার কথা আগামী ৯ এপ্রিল থেকে। তার আগেই বন্ধু দেশগুলির সঙ্গে শুল্কে ছাড় নিয়ে আলোচনায় বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত-সহ মোট তিনটি দেশের সঙ্গে শুল্ক নিয়ে আলোচনা চলছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর একটি রিপোর্টে এমনটাই দাবি। বলা হয়েছে, ওই তিন দেশের সঙ্গে শুল্ক বিষয়ে সমঝোতার আলোচনা চলছে।
যে শুল্কের পরিমাণ ট্রাম্প এর আগে এই দেশগুলির জন্য ঘোষণা করেছিলেন, সমঝোতায় আসলে তা না-ও আরোপ করা হতে পারে। ভারতের উপর ২৬ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছেন ট্রাম্প। ইজরায়েলের পণ্য থেকে ১৭ শতাংশ এবং ভিয়েতনামের পণ্য থেকে ৪৬ শতাংশ শুল্ক নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
previous post