শিরোনাম ঘিরে তুমুল চর্চা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ফোন করে নিজের নোবেল শান্তি পুরস্কারের দাবিকে সমর্থন জানাতে অনুরোধ করেছিলেন। কিন্তু মোদী সেই অনুরোধ মানতে অস্বীকার করেন। আর এর জেরেই ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা— এমনই দাবি মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইম্স-এর।
প্রতিবেদন অনুযায়ী, ১৭ জুনের ওই ফোনালাপে ট্রাম্প দাবি করেছিলেন, ভারত-পাকিস্তানের সীমান্ত উত্তেজনা প্রশমনে মূল ভূমিকা নিয়েছেন তিনি। পাকিস্তান ইতিমধ্যেই তাঁকে শান্তি পুরস্কারের জন্য মনোনীত করেছে। তাই ভারতেরও একই পথ অনুসরণ করা উচিত। কিন্তু মোদীর বক্তব্য ছিল— যুদ্ধবিরতি এসেছে দুই দেশের পারস্পরিক আলোচনার মাধ্যমে, বাইরের কারও হস্তক্ষেপে নয়।প্রায় ৩৫ মিনিট দীর্ঘ সেই ফোনালাপের পর থেকে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি বলেই জানা যাচ্ছে। 
এমনকি পিটিআই সূত্রে খবর, চলতি বছরের শেষে কোয়াড সম্মেলনের জন্য ট্রাম্পের ভারত সফরের পরিকল্পনাও বাতিল হয়েছে, আর এর নেপথ্যে রয়েছে সেই বিতর্কিত কথোপকথন।যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারত সরকার বা মার্কিন প্রশাসনের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।

