25 C
Kolkata
November 2, 2025
Featured

তেলিয়ামুড়ার সারদাময়ী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলটি পরিদর্শনে যান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক

তেলিয়ামুড়া:-তেলিয়ামুড়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলির মান উন্নয়নে গোটা রাজ্যের মধ্যে রীতিমতো নজির সৃষ্টি করেছে তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। আবারো তেলিয়ামুড়ার একটি বিদ্যালয় পেতে চলেছে বহুতল বিশিষ্ট পাকা স্কুল বিল্ডিং। নির্মাণ কাজ শুরু হওয়ার পূর্বে নির্মাণস্থল পরিদর্শনের জন্য তেলিয়ামুড়ার সারদাময়ী বিদ্যাপীঠ ইংলিশ মিডিয়াম স্কুলটি পরিদর্শনে যান ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক তথা তেলিয়ামুড়ার বিধানসভা কেন্দ্রের বিধায়িকা কল্যাণী সাহা রায়। বিধায়িকার সঙ্গে এই পরিদর্শনকালে এদিন উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পুর পরিষদের চেয়ারম্যান রূপক সরকার, তেলিয়ামুড়া আর.ডি ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ইন্দ্রজিৎ ভৌমিক, এসডিও স্বপন দাস সহ অন্যান্যরা। এই স্কুল বিল্ডিংটি নির্মাণের জন্য সাত কোটি সাতষট্টি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বলে জানান বিধায়িকা।

Related posts

Leave a Comment