লোকসভায় নতুন আয়কর বিল নিয়ে আলোচনার জন্য ৩১ জনের সিলেক্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ও বিজেপির নিশিকান্ত দুবেও। এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি সাংসদ বৈজয়ন্ত জয় পাণ্ডাকে। 
১৩ ফেব্রুয়ারি লোকসভায় নতুন আয়কর বিল পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারপরই নতুন বিল নিয়ে আলোচনার জন্য লোকসভার স্পিকার ওম বিড়লাকে কমিটি তৈরির প্রস্তাব দেন। এরপরই শুক্রবার নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। শনিবার সিলেক্ট কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।
							next post
						
						
					
