লস অ্যাঞ্জেলেস, ১৫ সেপ্টেম্বর: ৭৭তম প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে ইতিহাস রচনা করলেন অভিনেতা ট্রামেল টিলম্যান। জনপ্রিয় সিরিজ Severance-এ সেথ মিলচিক চরিত্রে অভিনয়ের জন্য তিনি জিতলেন আউটস্ট্যান্ডিং সাপোর্টিং অ্যাক্টর ইন আ ড্রামা সিরিজ পুরস্কার। এটাই এই বিভাগে কোনও কৃষ্ণাঙ্গ অভিনেতার প্রথম জয়।
১৯৪৯ সালে এমি পুরস্কার শুরু হওয়ার পর থেকে এই বিভাগে কৃষ্ণাঙ্গ অভিনেতাদের কখনও স্বীকৃতি মেলেনি। ভ্যারাইটি জানিয়েছে, সাত দশকের বেশি সময় পর টিলম্যান ভাঙলেন সেই অচলাবস্থা।
তাঁর নাম ঘোষণার পরেই পুরো হলজুড়ে করতালির ঝড় ওঠে। সহ-মনোনীত জন টার্টুরো, জ্যাক চেরি, ওয়াল্টন গগিন্স, জেসন আইজাকস, স্যাম রকওয়েল এবং জেমস মার্সডেনও উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান। তবে সবচেয়ে উচ্ছ্বসিত করতালি এসেছিল একজনের কাছ থেকে—টিলম্যানের মা।
অভিনেতা মঞ্চে উঠে আবেগঘন কণ্ঠে বলেন, “আমার প্রথম অভিনয় কোচ ছিলেন আমার মা। উনি বলতেন— কাজ করো, হাজির থেকো, আর সবচেয়ে জরুরি, বাইরে গিয়ে যেন আমাকে লজ্জা না দাও।”
তিনি আরও যোগ করেন, “মা, তুমি আমার পাশে ছিলে যখন আর কেউ ছিল না। তোমার ভালোবাসা আমার পথপ্রদর্শক। এই পুরস্কার তোমার জন্য।”
উল্লেখ্য, ২০২১ সালে এই বিভাগে একসঙ্গে মনোনীত হয়েছিলেন মাইকেল কে. উইলিয়ামস, জিয়ানকার্লো এসপোসিতো এবং ও-টি ফাগবেনলে। কিন্তু সেবার জিতেছিলেন টোবায়াস মেনজিস। সেই ব্যর্থতার পর এবারের জয়কে অনেকেই ঐতিহাসিক ও অনুপ্রেরণাদায়ক মুহূর্ত হিসেবে দেখছেন।

