November 1, 2025
দেশ

উত্তরাখণ্ডে প্রবল বর্ষণে ভয়াবহ পরিস্থিতি: টনস নদীতে ট্রাক্টর ভেসে গেল, স্বর্ণা নদী থেকে শিশু উদ্ধার

উত্তরাখণ্ডে টানা প্রবল বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ভয়াবহ ধ্বংসযজ্ঞের খবর পাওয়া যাচ্ছে।মঙ্গলবার সকালে দেরাদুনের সাহস্রধারা নদীতে মেঘভাঙা বৃষ্টি (ক্লাউডবার্স্ট) ঘটে।

এতে দুটি দোকান ভেসে যায় এবং দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তামসা নদীর জলেও টপকেশ্বর মন্দির প্লাবিত হয়েছে, যদিও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া দুটি ভিডিও ভয়াবহ পরিস্থিতির চিত্র তুলে ধরেছে।প্রথম ভিডিওতে দেখা যায়, দেরাদুনের বিকাশনগরে টনস নদীর উত্তাল স্রোতে একটি ট্রাক্টর উল্টে যায়। ট্রাক্টরে থাকা ১০ জন শ্রমিক নদীতে ভেসে যান।

তীরে দাঁড়িয়ে থাকা তাদের পরিচিতরা চিৎকার করে সাঁতরে ওঠার জন্য আহ্বান জানালেও তারা স্রোতের তোড়ে তলিয়ে যান। এখনও তাদের উদ্ধারের কোনো খবর পাওয়া যায়নি। প্রাথমিক তথ্য অনুযায়ী, শ্রমিকরা খননকাজে যুক্ত ছিলেন।অন্য এক ভিডিওতে দেখা যায়, দেরাদুনের প্রেমনগরের ঠাকুরপুরে স্বর্ণা নদীর মাঝপথে এক শিশু আটকা পড়েছে। সাহসী অভিযানে এনডিআরএফের এক জওয়ান দড়ি ধরে নদী পার হয়ে খুঁটির উপর উঠে শিশুটিকে নিরাপদে উদ্ধার করেন।ভারী বর্ষণে দেরাদুন, মুসৌরি ও মল দেবতা অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছে।

বহু সড়ক, সেতু ও বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রেমনগরে আইন কলেজ সংলগ্ন একটি সেতু নদীর জলে ভেসে গেছে। ইতিমধ্যে প্রায় ৪০০ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী জানিয়েছেন, রাজ্যের সব বড় নদী এখন উত্তাল। বহু জায়গায় রাস্তা কেটে গেছে। উদ্ধারকাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায়। এনডিআরএফ, এসডিআরএফ, পুলিশ ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় কাজ করছে।

Related posts

Leave a Comment