নয়াদিল্লি ৩ ডিসেম্বর ২০২৫: বিজেপির শীর্ষ নেতাদের ধারাবাহিক বৈঠক ঘিরে আবারও তীব্র হয়েছে দলীয় সভাপতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে জল্পনা। সোমবার গভীর রাতে দিল্লিতে কয়েকজন কেন্দ্রীয় নেতা, সাংগঠনিক পর্যবেক্ষক ও রাজ্যদায়ী নেতারা বৈঠকে বসেন। যদিও বৈঠকের বিবরণ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবুও দলের অন্দরে নেতৃত্ব–পুনর্বিন্যাস নিয়ে আলোচনা হয়েছে বলেই সূত্রের দাবি।
নাড্ডার মেয়াদ শেষের দিকে এগোতে থাকায় বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন—তা নিয়ে দলজুড়ে কৌতূহল বেড়েই চলেছে। সাম্প্রতিক নির্বাচনী ফলাফল, সাংগঠনিক রদবদল এবং কেন্দ্রীয় নেতৃত্বের ব্যস্ততাকে সামনে রেখে বেশ কয়েকজন অভিজ্ঞ নেতার নাম ঘুরছে অভ্যন্তরীণ আলোচনায়।
তবে বিজেপি সূত্র বলছে, যে কোনও সিদ্ধান্তই হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও গৃহমন্ত্রী অমিত শাহের সঙ্গে পরামর্শ করেই। সাংগঠনিক শক্তি বাড়ানো, নতুন মুখকে দায়িত্ব দেওয়া এবং ২০২৬ সালের বিভিন্ন রাজ্যের নির্বাচনের আগে কাঠামো আরও মজবুত করা—এই তিনটি বিষয়ই আলোচনায় সবচেয়ে গুরুত্ব পেয়েছে বলে মনে করা হচ্ছে।
দল আনুষ্ঠানিকভাবে জানায়নি কিছু, কিন্তু পরপর বৈঠক রাজনৈতিক মহলে জল্পনা বাড়াচ্ছে যে শিগগিরই বিজেপিতে বড় ধরনের সাংগঠনিক ঘোষণা আসতে পারে।
