27 C
Kolkata
November 1, 2025
কলকাতা

বনগাঁতে জলাভূমি ভরাটের অভিযোগে প্রতিবাদ টিএমসি ও বিজেপির

বনগাঁ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ঠাকুর পল্লীতে জলাভূমি ভরাটের অভিযোগ। উত্তর ২৪ পরগনার বনগাঁ পৌরসভার ন’নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বন্দনা দাস কীর্তনিয়া। তিনি অভিযোগ তোলেন, তাঁর ওয়ার্ডের ঠাকুর পল্লীতে একটি জলাভূমি কিনেছে দুই ব্যক্তি। তাঁরা এই জমি পরিবর্তনের জন্য কাউন্সিলরের কাছে নো অবজেকশন চেয়েছিলেন। কিন্তু এই এলাকা বৃষ্টির সময় জলমগ্ন অবস্থায় থাকে বলে কাউন্সিলর নো অবজেকশন দেননি বলে দাবি। পৌরসভা থেকে জলাভূমি ভরাটের জন্য কোনও রকম অনুমতি ছাড়াই রবিবার সকালে জলাভূমি ভরাটের কাজ শুরু করে জমির মালিকরা।

এর প্রতিবাদে পথে নেমেছে তৃণমূল ও বিজেপি। কাউন্সিলর ভিডিয়ো বার্তা দিয়ে দাবি করেন অবিলম্বে এই কাজ বন্ধ করার ব্যবস্থা করুন প্রশাসন। অন্যদিকে, বনগাঁ পৌরসভার বিজেপির কাউন্সিলর দেবদাস মণ্ডল জলাভূমি ভরাট নিয়ে কাউন্সিলর সরব হওয়ার জন্যে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, অবিলম্বে এই জলাভূমি ভরাটের কাজ বন্ধ না হলে আগামীতে বিজেপি আন্দোলন করবে।

Related posts

Leave a Comment