বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন-এর প্রযোজনা সংস্থা ABCL অর্থনৈতিক সঙ্কটে পড়ে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। ‘মেজর সাব’, ‘তেরে মেরে সপনে’ এবং জনপ্রিয় টেলিভিশন শো ‘দেখ ভাই দেখ’-এর প্রযোজনা করলেও সংস্থার সাফল্য নিশ্চিত ছিল না। প্রায় ৯০ কোটি টাকার ক্ষতির মুখে পড়েন অমিতাভ।প্রসঙ্গত, এই সময় টিনু আনন্দ পরিচালিত ‘মেজর সাব’-এর ইউনিট সমস্যার সম্মুখীন হয়।
 বেতন সময়মতো না দেওয়ার কারণে কলাকুশলীরা কাজ করতে অস্বীকার করত। টিনু বলেন, “প্রযোজকের হাতে টাকা ছিল না। ইউনিটকে হোটেলে রেখেছিলেন। দু’দিন অন্তর অন্তর কর্মবিরতি ঘোষণা হত। সেই সময় আমি সিদ্ধান্ত নিই, আর কোনও দিন ছবি পরিচালনা করব না। আমি গোটা ইউনিটের কাছে অপমানিত হতাম।”কয়েক বছর আগে অঞ্জন শ্রীবাস্তবও অমিতাভের আর্থিক এবং মানসিক সংকটের কথা বলেছেন। 
তৎকালীন সময়ে অমিতাভের বিরুদ্ধে প্রায় ৫৫টি মামলা হয়েছিল এবং পাওনাদাররা প্রায় রোজই বাড়িতে আসতেন। কিন্তু একের পর এক ছবি করে নিজের প্রচেষ্টায় অমিতাভ ধীরে ধীরে বলিউডে ফিরে আসেন এবং ‘শাহেনশাহ’ হিসেবে পুনঃপ্রতিষ্ঠিত হন।

