December 6, 2025
দেশ

“ষড়যন্ত্রের পেছনে যারা আছে, তাদের বিচার হবে”: দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১২ নভেম্বর:দিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে ভয়াবহ বিস্ফোরণে আহতদের সঙ্গে মঙ্গলবার লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (LNJP) সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আহতদের অবস্থা সম্পর্কে চিকিৎসকদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন তিনি এবং দ্রুত আরোগ্যের কামনা করেন।মোদি বলেন, “এই নৃশংস ঘটনার পেছনে যারা ষড়যন্ত্র করেছে, তারা কেউই রেহাই পাবে না। দোষীদের বিচারের মুখোমুখি করা হবে।”


তিনি আরও জানান, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সংস্থা যৌথভাবে তদন্তে কাজ করছে এবং সত্য সামনে আনা হবে।স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, দিল্লি পুলিশ কমিশনার সতীশ গোলচা ও অন্যান্য শীর্ষ আধিকারিকরাও হাসপাতালে উপস্থিত ছিলেন। শাহ আগেই বলেন, সমস্ত সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে এবং “দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে।”প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি চলন্ত গাড়িতে বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ২৪ জন আহত হন। ঘটনায় গোটা দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Related posts

Leave a Comment