November 1, 2025
Featured

এবার র‍্যাম্পে দাদাগিরি! আত্মপ্রকাশ করল সৌরভের পোশাকের ব্র্যান্ড

সংবাদ কলকাতা, ১৫ সেপ্টেম্বর: ক্রিকেট মাঠে দীর্ঘদিন দাপটের পর এবার র‌্যাম্পে দাদাগিরি দেখালেন প্রিন্স অব ক্যালকাটা সৌরভ গাঙ্গুলি। সোমবার শহরে আত্মপ্রকাশ হলো তাঁর নতুন পোশাকের ব্র্যান্ড ‘সৌরাগ্য’-র।

জমকালো অনুষ্ঠানে নিজেই র‌্যাম্পে হাঁটলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ব্র্যান্ডের লঞ্চিংয়ে সৌরভকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

সৌরভ বলেন, “ক্রিকেট মাঠে যেমন নিজের স্টাইল ছিল, তেমনই এবার পোশাকের জগতে নতুন যাত্রা শুরু করছি। ‘সৌরাগ্য’ শুধুমাত্র একটি ব্র্যান্ড নয়, বরং মানুষের দৈনন্দিন জীবনে আরামদায়ক ও স্টাইলিশ পোশাক দেওয়ার প্রতিশ্রুতি।”

ব্র্যান্ডটি মূলত ক্যাজুয়াল ও ফরমাল পোশাকের উপর জোর দেবে। খুব শিগগিরই অনলাইন প্ল্যাটফর্মে এবং খুচরো বিপণিতে মিলবে এই পোশাক।

অনুষ্ঠানে সৌরভের উপস্থিতিতে ভক্ত ও আমন্ত্রিত অতিথিরা মুগ্ধ। অনেকের মতে, ক্রিকেট, টেলিভিশন শো হোস্টিংয়ের পর এবার ফ্যাশন দুনিয়াতেও সফল হবেন দাদা।

Related posts

Leave a Comment