27 C
Kolkata
December 23, 2024
Image default
কলকাতা

কলকাতায় সিআইএসএফ জওয়ানের বন্দুকবাজি, খুন সহকর্মী

নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ৬ আগস্ট: ভরসন্ধ্যায় শহরে বন্দুকবাজের হামলা। পার্ক স্ট্রিটে যেন যুদ্ধ পরিস্থিতি। জানা গিয়েছে, ভারতীয় জাদুঘরের সিআইএসএফ বারাকে ও পুলিসের গাড়ি লক্ষ্য করে লাগাতার গুলি এক সহকর্মীর। প্রায় ১৫ রাউন্ড গুলি চালান তিনি। ঘাতক ওই জওয়ানের নাম অক্ষয় কুমার মিশ্র। তিনি সিআইএসএফ-এর ইউনিট হেড বলে জানা যায়। ঘটনার পর আততায়ী ওই জওয়ান জাদুঘরের ভিতরে আগ্নেয়াস্ত্র সহ লুকিয়ে পড়েন। এদিকে গুলিতে ক্ষত বিক্ষত হওয়ার পর ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জওয়ানের। আহত হন আরও একজন। মৃতের নাম রঞ্জিত ষঢ়ঙ্গী। তিনি সিআইএসএফ-এর একজন এএসআই ছিলেন। আহত জওয়ানের নাম সুবীর ঘোষ। তিনি সিআইএসএফ-এর হেড কনস্টেবল। এদিন সন্ধ্যাবেলায় আচমকা এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ভারতীয় জাদুঘরের কর্মীরা। ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ। জাদুঘর ঘিরে ফেলে পুলিশ ও সিআইএসএফ-এর যৌথ বাহিনী। কিছুক্ষণের মধ্যে বুলেটপ্রুফ জ্যাকেট পরে পর পর ভিতরে প্রবেশ করে বেশ কয়েকটি কমান্ডো বাহিনী। জাদুঘরের গেটের সামনে সশস্ত্র   প্রহরায় দাঁড়িয়ে যায় আরও এক কমান্ডো বাহিনী। প্রথমে ঘাতক ওই জওয়ানকে বুঝিয়ে আত্মসমর্পণ করার নিদান দেওয়া হয়। তাতেই কাজ হয়। নিজের ভুল স্বীকার করে নেয় সে। শর্ত সাপেক্ষে আত্মসমর্পণ করে ওই আক্রমণকারী সিআইএসএফ জওয়ান। প্রসঙ্গত উল্লেখ্য, ঘাতক জওয়ান অক্ষয় কুমার মিশ্র মানসিক অবসাদে ভুগছিলেন বলে প্রাথমিক অনুমান। এদিন তাঁর সঙ্গে সহকর্মীদের বচসা হয় বলেও সূত্রের খবর। আকস্মিক এই ঘটনায় স্তব্ধ কলকাতা সহ গোটা রাজ্যবাসী। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে প্রশাসন।

Related posts

3 comments

Penci Design August 23, 2017 at 4:20 am

Neque porro quisquam est, qui dolorem ipsum quia dolor sit amet, consectetur, adipisci velit, sed quia non numquam eius modi tempora incidunt ut labore.

Reply
Penci Design August 23, 2017 at 4:21 am

Quis autem vel eum iure reprehenderit qui in ea voluptate velit esse quam nihil.

Reply
Penci Design August 23, 2017 at 4:22 am

Et harum quidem rerum facilis est et expedita distinctio. Nam libero tempore, cum soluta nobis est eligendi optio cumque nihil impedit quo minus id quod maxime placeat facere.

Reply

Leave a Comment