25 C
Kolkata
November 2, 2025
জেলা

পকেট মারি করতে গিয়ে ইংলিশ বাজার থানা পুলিশের হাতে ধরা পড়েছে এই ১১জন মহিলা

মালদা:-মালদার ঐতিহাসিক রামকেলি মেলায় লক্ষাধিক ভক্তের সমাগম। আর এই সুযোগে পরপর পকেট মারি। নিমিষেই উধাও ব্যাগ, মোবাইল। অভিযোগ পেয়ে ময়দানে নেমে পাকরাও ১১ জন মহিলা।

এরা প্রত্যেকেই আসানসোল, বিহার এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। আজ তাদের মালদা জেলা আদালতে পেশ করেছে ইংলিশ বাজার থানার পুলিশ। উল্লেখ্য গতকাল থেকে ইংলিশ বাজারের পিয়াস বাড়িতে শুরু হয়েছে ঐতিহাসিক রামকেলি মেলা। বিভিন্ন রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তের সমাগম হয়েছে।

আর এই সুযোগে পকেট মারি করতে গিয়ে ইংলিশ বাজার থানা পুলিশের হাতে ধরা পড়েছে এই ১১জন মহিলা বলে জানা গেছে। ধৃতদের আজ মালদা জেলা আদালতে তোলা হলো।

Related posts

Leave a Comment