ধোনি ও হরভজনের মাঝে আর কোনও ঝামেলা নেই। ফের ভারতীয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ও হরভজনকে দেখা গেল একটি পার্টিতে। এর আগে দীর্ঘ ১০ বছর মহেন্দ্র সিং ধোনির সঙ্গে ভাজ্জির কোনও কথাবার্তা ছিল না। কিছুদিন আগেই হরভজন সিং দাবি করেছিলেন ধোনির সঙ্গে তাঁর সুসম্পর্ক নেই, কথাও হয় না।
একই পার্টিতে দু’জনকে দেখতে পেয়ে হঠাৎই জল্পনা শুরু হয়েছে হরভজনের সত্যতা নিয়ে। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার সময় হরভজন ও ধোনির কথা হয়েছিল। আর এবারে ওই পার্টিতে দেখা গেল ধোনি চেয়ার টেনে আনতে হরভজনকে সাহায্য করছেন। তারপরেই দু’জনকে হাসি মুখে কথাবার্তা বলতে দেখা যায়। এভাবে দুজন বেশ কিছুক্ষণ সময় কাটান।
উল্লেখ্য, ধোনির নেতৃত্বে হরভজন ১৩৩টি ম্যাচ খেলেছেন। এমনকি ২০০৭ ও ২০১১ সালে ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জয়ী দলের সদস্য চিলেন প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং। তাঁরা একসঙ্গে তিন ধরনের ক্রিকেটই খেলেছেন। আইপিএলে এই দুই ক্রিকেটার একসঙ্গে খেলেছেন। পার্টিতে আবার তাঁদের মধ্যে নতুন করে যোগাযোগ তৈরি হল।
previous post