25 C
Kolkata
November 1, 2025
জেলা

অবশেষে বাঘ বন্দি খেলার পর ধরা পরল ভোর বেলায় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার

দক্ষিণ ২৪ পরগনা কুলতলী ব্লকের জঙ্গল সংলগ্ন এলাকার ফের আবার বাঘের প্রবেশের চাঞ্চল ্য কর পরিস্থিতি ছড়িয়েছিল।কয়েক কিলোমিটার ঘোরাঘুরির পর রয়েল বেঙ্গল টাইগার কাঁটামারি সঞ্জয় বালার একটি গেস্ট হাউসের বাগান বাড়ির ঘনঘন ঝোপঝাড়ে আশ্রয় নিয়েছিল।

সেই সূত্রে খবর পেয়ে বনদপ্তরে আধিকারিকরা এক কিলোমিটার জাল দিয়ে ঘিরে রাখে গভীর রাতে পাতা হয় খাচা দুটি টপ হিসেবে ব্যবহার করা হয় ছাগল একটি খাটাতে ভোর তিনটে নাগাদ আটক হয় সুন্দরবনের রয়েল বেঙ্গল টাইগার। এতে খুশি এলাকাবাসী,কিন্তু তাদের মনে প্রশ্ন চিহ্ন রয়েছে বারবার বাঘ গ্রামের মধ্যে প্রবেশ করছে কিন্তু কেন?

Related posts

Leave a Comment