উত্তরবঙ্গ সফরে এলেন বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য। সোমবার সকালের কলকাতা থেকে বিমানে করে বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছতেই দলের নেতা কর্মী সমর্থকরা তাকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা দেন। এবং বাগডোগরা বিমানবন্দরের সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য বলেন রাজনীতিতে লড়াই থাকবেই। কিন্তু ২০২৬ এর নির্বাচন মানুষের লড়াই।
উত্তরবঙ্গের মানুষ আগেই তৃণমূলকে বিদায় দিয়েছে এবার উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলে তৃণমূলকে বিসর্জন দেবে। উত্তরবঙ্গের তৃণমূল খাতা খুলতে পারবে না। বঞ্চিত উত্তরবঙ্গ অবহেলিত উত্তরবঙ্গ পিছিয়ে পড়া উত্তরবঙ্গ চোখের জল ফেলেছে তারা কার্যত উত্তরবঙ্গের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। রাজ্যে যে উত্তর কন্যা তৈরি হয়েছে তাতে যাও বাজেটে হয়েছে তাতে জল গরম হয় না। একুশ তারিখে রাজ্যের বিরোধী দলনেতা উত্তরকন্যা অভিযান রয়েছে সেখানে থাকবেন। এরপর সড়ক পথ দিয়ে সোজা চলে যান শিলিগুড়িতে। দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন এবং শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাবেন। আলিপুরদুয়ারে একাধিক কর্মসূচি রয়েছে।
previous post