শ্রী দিলীপ কুমার কীর্তনিয়া
( প্রেম পর্যায়ে’র লেখা✏️প্রথম পর্ব)
“””””””””””””””,
যে আমায় প্রেম শেখালো,
হাতে খড়ি মন্দ ভালো!
অভিমান খুব করে সে-ই,-
দূরের পানে হারিয়ে গেলো!!
“””””””””””
একটানা সে বুকের ভেতর
জোঁয়ার ভাটা নদীর খেলায়!
সাঁঝ জোনাকি উড়ো খেলায়
অচীন গ্রামে,এই অ’বেলায়!!
“”””””””””””
নিত্য পথের একটা মানুষ
মোম জোছনায় পথের পানে!
দশ আঙ্গুলে মুখটা খুঁজি, :-
মাটি খুঁড়ে, প্রাণের টানে!!
“””””””””””
যে আমায় প্রেম শেখালো, –
সাজিয়ে স্বপ্ন চোখ দুটিতে!
খুব হারানো সখ ছিল তার,
গোপন ফাঁকি,সেই খুশিতে?
“”””””””””””””
ভোর হবে’না একটা আঁধার,!
ভোর হবে নাএকটা আঁধার,
জেনে গেছি জীবন ভরেই!
প্রেম শেখানো সেই অনূঢ়া, –
আজও কাঁদে,জড়িয়ে ধরেই!!
previous post