বাজি ফুটিয়ে মেলার উদ্বোধন হল বীরভূমের লাভপুর বিধানসভার ঠিবা অঞ্চলের বাঘা কাজীপাড়া গ্রামে। প্রতিবছরের মত এ বছরও বাঘা কাজীপাড়া গ্রামে হযরত শাহ হামিদ সাহেবের সাধনস্থানে এই মেলা আয়োজন করা হয় মেলা কমিটির উদ্যোগে।
প্রতিবছরের মতো এ বছরও ৫৫ তম মিলন মেলার আয়োজন করা হয়। বাজি ফুটিয়ে ও ফিতে কেটে ওই মেলার উদ্বোধন করা হয়। এই মেলা সাত দিন ধরে চলবে। তার সঙ্গে থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন, লাভপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তরুণ চক্রবর্তী, লাভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শোভন চৌধুরী, জেলা তৃণমূলের সহ সভাপতি আব্দুল মান্নান, ঠিবা অঞ্চল তৃণমূল সভাপতি শাহিন কাজী ও সহ-সভাপতি লালু পাল সহ অন্যান্য নেতাকর্মীরা।
previous post