April 15, 2025
রাজ্য

বন্ধ হয়ে গেল একান্ন পিঠের সতী পীঠ বক্রেশ্বর শিব মন্দিরের মেলা

নিজস্ব চিত্র

মাত্র তিন দিনের মাথায় বন্ধ হয়ে গেল ঐতিহ্যবাহী বক্রেশ্বর শিব মন্দিরের মেলা। মেলা প্রাঙ্গনে ঝামেলার জেরে বন্ধ করে দিল পুলিশ-প্রশাসন। ফলে সমস্যায় পড়েছেন মেলা প্রাঙ্গনে আসা ব্যবসায়ীরা।

প্রসঙ্গত শিবরাত্রির মেলায় মেতে উঠেছিল বক্রেশ্বরের মানুষ। প্রথা মেনে প্রতি বছর এখনও শিব মন্দির সংলগ্ন এলাকায় বসে মেলা। উদ্যোক্তা সেবাইত সমিতি। মেলার আকর্ষণ কিছুটা ফিকে হলেও শিব চতুর্দশীর দিন শিবমন্দিরে পুজো দিতে ভিড় জমান এলাকা ও বাইরের মানুষ। লাইট দিয়ে সাজানো হয় বক্রেশ্বর শিব মন্দিরটিকে। মন্দিরের সেবাইত সমিতির তথ্য অনুযায়ী, চতুর্দশীর আগের রাত থেকেই লাইন পড়ে। পুজো চলে পরের দিন রাত গড়িয়ে।

এই মেলা কি ঘিরেই মানুষের মধ্যে উচ্ছ্বাস এবং উদ্দীপনা থাকে চোখে পড়ার মতো। শিবরাত্রি মেলা উপলক্ষে প্রতিটি মানুষ ভিড় করেন বীরভূমের বক্রেশ্বর ধামে। আর এবছর সেই মেলা কিছু কারণবশত তিন দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হল। আর তাতেই মাথায় হাত ক্রেতা থেকে শুরু করে বিক্রেতাদের। মেলা প্রাঙ্গণের ঝামেলাকে ঘিরেই তার সূত্রপাত। আর তিন দিনের মাথায় পুলিশ প্রশাসনের তৎপরতায় ঐতিহ্যবাহী শিবরাত্রির মেলা বন্ধ করে দেওয়া হল।

Related posts

Leave a Comment