25 C
Kolkata
November 2, 2025
রাজ্য

দীর্ঘ চার বছর ধরে রমরমিয়ে এলাকায় ড্রাগসের কারবার চালাচ্ছে দম্পতি

হরিশ্চন্দ্রপুর: এলাকায় ড্রাগসের কারবার বন্ধ করতে গভীর রাতে তুমুল বিক্ষোভ।ড্রাগস কারবারিকে ধরে বেধড়ক মারধর। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়ে ড্রাগস কারবারি সহ আরো দুইজনকে আটক করে। এলাকায় মাদকের কারবার বন্ধ করতে হবে দাবি এলাকাবাসীর। দীর্ঘ চার পাঁচ বছর ধরে রমরমিয়ে এই কারবার চালাচ্ছিলেন এলাকার এক দম্পতি।মাদকাসক্ত হয়ে পড়ছে এলাকার যুব সমাজ। বাড়ছে চুরি। নিরাপত্তাহীনতায় ভুগছে মহিলারা।সোমবার রাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বাইসা এলাকার এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছাড়ায়।

এলাকার বাসিন্দাদের অভিযোগ স্থানীয় দম্পতি হাবিবুর এবং রহিমা বিবি দীর্ঘ চার বছর ধরে দোকানের আড়ালে ড্রাগসের কারবার চালাচ্ছেন।রমরমিয়ে গভীর রাত পর্যন্ত চলছে ব্যবসা। বিপথে যাচ্ছে যুবসমাজ। বাড়িতে শান্তিতে থাকতে পারছেন না এলাকার মহিলারা। বাড়ির গবাদি পশু, সাবমারসিবল পাম্প থেকে শুরু করে বিভিন্ন জিনিস চুরির ঘটনা ঘটছে। কিন্তু ওই দম্পতিকে এলাকার মানুষ কারবার বন্ধ করার কথা বলতে গেলে পাল্টা তারা মারতে উদ্যত হচ্ছে এবং হুমকি দিচ্ছে। সোমবার রাতে ড্রাগস কারবারি হাবিবুর কে এক স্থানীয় এই কারবার বন্ধ করা নিয়ে প্রতিবাদ করেন।

তারপর তাকে মারতে যায় হাবিবুর। সেই সময় এলাকার ক্ষিপ্ত জনতা হাবিবুর কে বেধড়ক মারধর করে। তার দোকানের শাটার ভাঙতে উদ্যত হয়। ঘটনাস্থলে পৌঁছায় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তারা হাবিবুর সহ আরো দুই যুবককে আটক করে নিয়ে যায়। বিক্ষোভে ফেটে পড়ে এলাকার মানুষ। তাদের দাবি এই কারবার বন্ধ করতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে দীর্ঘ চার বছর পুলিশের চোখ এড়িয়ে কি ভাবে রমরমিয়ে চলছিল মাদকের এই কারবার।

Related posts

Leave a Comment