সিনেমা আর বিজ্ঞাপনের চেনা মুখ কিঞ্জল নন্দ। আরজি কর আন্দোলনের আরেক মুখ রাজ্য মেডিক্যাল কাউন্সিলের স্ক্যানারে। এবার কিঞ্জলের সম্পর্কে জানতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে চিঠি দিয়েছে রাজ্য মেডিক্যাল কাউন্সিল।
হাসপাতালের কাজকর্ম সামলে তিনি কীভাবে শুটিংয়ের কাজ করেন, সে ব্যাপারেই খোঁজ করেছে কাউন্সিল। চিঠিতে লেখা হয়েছে পিজিটি হিসাবে কিঞ্জলের আদৌ ৮০ শতাংশ উপস্থিতি আছে? কতদিন ছুটি নিয়েছেন? পিজিটি হিসাবে কত স্টাইপেন্ড তুলেছেন?
বিজ্ঞাপন, সিনেমায় অভিনয় করেন কিঞ্জল নন্দ। সেক্ষেত্রে কীভাবে সমস্ত কাজ সামলে শুটিং করলেন? শুটিংয়ের জন্য এনওসি নিয়েছিলেন কি তিনি?’ এই সমস্ত প্রশ্নের উত্তর রাজ্য মেডিক্যাল কাউন্সিলে জানাতে হবে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষকে।
previous post
next post