October 31, 2025
রাজ্য

স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে সারা রাত পরে রইলো মৃতদেহ ,সকাল হতেই চাঞ্চল্য শহর জলপাইগুড়িতে

রবিবার সকাল হতেই জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে ঢিল ছোড়া দূরত্বে ১ নম্বর রেল গেটের সামনে ট্রাকের ওপর এক ব্যক্তির ক্ষতবিক্ষত দেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা।

খবর ছড়িয়ে পরতেই ভিড় জমায় এলাকার মানুষ ।খবর কানে যেতেই তৎপরতা দেখা যায় রেল পুলিশের।
জনৈক আধিকারিক স্বয়ং স্ট্রেচার ধরে রেল লাইন থেকে মৃত দেহ উদ্ধার করে নিয়ে যায় পরবর্তী পদক্ষেপ গ্রহণ করার জন্য।

এদিকে মৃত ব্যক্তির পরিচয় এই খবর সম্প্রচার পর্যন্ত জানা যায়নি।স্থানীয় বাসিন্দা রাজেশ কামতি জানান, বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ ,মনে হচ্ছে রাতের ট্রেনেই ঘটেছে এই দূর্ঘটনা ,তবে ব্যক্তিটি কে কি তার পরিচয় সেটা জানিনা।

Related posts

Leave a Comment