39 C
Kolkata
May 17, 2025
কলকাতা

শনিবারেও বিকাশ ভবনে উত্তেজনা

সল্টলেকে বিকাশ ভবনের সামনে এখনও পর্যন্ত অবস্থান-বিক্ষোভ চলছে চাকরিহারা যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের। আজ ১২ দিন ধরে এই বিকাশ ভবনের সামনেই তারা ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন। যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি পূরণ হবে, ততদিন পর্যন্ত তারা এখানেই রাস্তায় বসে থাকবেন।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার থেকে নতুন করে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। দু-পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে অনেক শিক্ষক-শিক্ষিকা, এমনকি পুলিশকর্মীও আহত হন। পরিস্থিতি যাতে নতুন করে নিয়ন্ত্রণের বাইরে চলে না যায়, তা নিশ্চিত করতে বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে বিশাল পুলিশবাহিনী মোতায়েন রাখা হয়েছে বিকাশ ভবনের বাইরে।

Related posts

Leave a Comment