October 31, 2025
দেশ

‘তেজস্বী যাদবের পরিবারে দুর্নীতির ইতিহাস, বিহার কখনও এ ধরনের নেতাকে মেনে নেবে না’: বিজেপির তারুণ চুঘ

নতুনদিল্লি: বিজেপির নেতা তারুণ চুঘ শুক্রবার দাবি করেন, বিহারের মানুষের কাছে দুর্নীতিমুক্ত নেতৃত্বই অগ্রাধিকার, এবং তেজস্বী যাদবের পরিবারে দীর্ঘদিন ধরে দুর্নীতির ছাপ রয়েছে।

চুঘ বলেন, “বিহার কখনও এমন নেতাদের ক্ষমতায় ফিরতে দেবে না, যারা নিজেদের স্বার্থে জনকল্যাণকে অবমূল্যায়ন করে।”তিনি আরও বলেন, বিরোধী জোটের আচরণ ও অঙ্গীকার নিয়ে বিহারের জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।

চুঘের দাবি, বিজেপি এবং এনডিএ সরকারের লক্ষ্য একটাই—বিহারের সততা, উন্নয়ন ও সামাজিক ন্যায় নিশ্চিত করা। তিনি সতর্ক করে বলেন, আগামী নির্বাচনে বিহারের ভোটাররা এমন নেতাদের চিহ্নিত করবেন যারা বাস্তব উন্নয়ন ও জনগণের কল্যাণে বিশ্বাসী।

বিহার নির্বাচনের সময়কালে এই মন্তব্য নতুন রাজনৈতিক উত্তাপ সৃষ্টি করেছে এবং বিরোধী শিবিরে সরাসরি প্রতিক্রিয়া পাওয়া গেছে।

Related posts

Leave a Comment