পাটনা, ৪ নভেম্বর: বিহার নির্বাচনের উত্তাপে তীব্র রাজনৈতিক বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়। তিনি সাফ জানিয়ে দিলেন, “তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হতে পারবেন না। বিহারের মানুষ জঙ্গলরাজে ফিরতে চায় না।
”নিত্যানন্দ রায় দাবি করেন, “বিহারের জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যেতে চায়। তেজস্বী যাদবের দল শুধু পরিবারবাদ আর দুর্নীতির রাজনীতি করে। তারা উন্নয়নের বদলে বিহারকে অন্ধকারে ঠেলে দিতে চায়।”তিনি আরও বলেন, “বিজেপি ও এনডিএ সরকার বিহারের গ্রামীণ উন্নয়ন, কৃষি, শিক্ষা ও কর্মসংস্থানের জন্য নিরন্তর কাজ করছে।
জনগণ আবারও এনডিএকেই ক্ষমতায় আনবে।”নিত্যানন্দ রায়ের মন্তব্যে স্পষ্ট, বিজেপি বিহারে তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রীপদ থেকে দূরে রাখতেই ভোটারদের কাছে বার্তা পৌঁছে দিতে চাইছে।
