নয়াদিল্লি,২৩ নভেম্বর: তেজস যুদ্ধবিমানের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো উইং কমান্ডার নমনশ্ শেয়ালকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাল ভারতীয় বায়ুসেনা। সামরিক প্রোটোকল মেনে গান–সলিউটের মাধ্যমে তাঁকে সম্মান জানানো হয়। বিদায়মুহূর্তে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, আইএএফের উইং কমান্ডার আফশান—স্বামীর প্রতি শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে শোকবিহ্বল তাঁর দৃঢ়তা সকলকে আবেগাপ্লুত করে। সহকর্মীরা জানান, নমনশ্ ছিলেন অসাধারণ পাইলট ও অনুপ্রেরণাদায়ক নেতা; দেশের প্রতি তাঁর নিষ্ঠাই তাঁকে সকলের মনে অমর করে তুলবে।
English Title:
Tejas crash: Wg Cdr Namansh Syal gets he
