শুক্রবার সকালে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলনের জন্য স্কুলে গিয়েছিলেন হাড়োয়া থানার বকজুড়ি গ্রাম পঞ্চায়েতের ঝিনকিয়া গ্রামের ৬২ বছরের শিক্ষক মনোয়ার হোসেন। এ বছর ভারত উদযাপন করছে ৭৯তম স্বাধীনতা দিবস, আর সেই উপলক্ষেই সকালবেলা স্কুলে আয়োজিত হয় পতাকা উত্তোলন অনুষ্ঠান।
অনুষ্ঠান চলাকালীন জাতীয় পতাকা বাঁধা লোহার পাইপটি অসাবধানতাবশত কাছের বিদ্যুতের হাইটেনশন তারের সংস্পর্শে আসে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হন মনোয়ার হোসেন। উপস্থিত সহকর্মী ও স্থানীয়রা দ্রুত তাঁকে উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যান, কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
সকালে যে মানুষটি আনন্দের সঙ্গে স্কুলে গিয়েছিলেন, কয়েক ঘণ্টার মধ্যেই তাঁর নিথর দেহ বাড়িতে ফিরল—পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে যায়।
