December 6, 2025
দেশ

জাতীয় প্রেস ডে-তে কেন্দ্রের ‘স্বৈরাচারী মনোভাব’-এর বিরুদ্ধে দাঁড়ানো সাংবাদিকদের প্রশংসা করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী স্টালিন

জাতীয় প্রেস ডে–র অনুষ্ঠানে কেন্দ্রীয় সরকারের ‘স্বৈরাচারী প্রবণতা’ ও চাপের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য প্রকাশের সাহস দেখানো সাংবাদিকদের অভিনন্দন জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন।


তিনি বলেন, গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো স্বাধীন সংবাদমাধ্যম, আর সেই স্বাধীনতা রক্ষা করতে যারা প্রতিদিন মাঠে লড়ছেন—তাঁরা সত্যিকারের “গণতান্ত্রিক যোদ্ধা”।
স্টালিন অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার ভিন্নমতকে চাপা দিতে সাংবাদিকদের উপর নজরদারি, হয়রানি ও দমননীতি প্রয়োগ করছে। এই পরিস্থিতিতে সাংবাদিকরা যেভাবে নিজেদের দায়িত্ব পালন করছেন, তা “ভারতের গণপরিসরকে বাঁচিয়ে রাখার লড়াই”—বলেন মুখ্যমন্ত্রী।


তিনি আরও আহ্বান জানান, খবরের কাগজ, টেলিভিশন ও ডিজিটাল মিডিয়ার স্বাধীনতা রক্ষার জন্য জাতীয় স্তরে আরও শক্তিশালী সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে।

Related posts

Leave a Comment