December 6, 2025
দেশ

তাইওয়ানের চারপাশে চীনের ২টি যুদ্ধবিমান ও ৭টি নৌযান শনাক্ত

তাইপেই, ৫ নভেম্বর:তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার সকালে দ্বীপের চারপাশে চীনের দুইটি যুদ্ধবিমান এবং সাতটি নৌযান ঘোরাফেরা করতে দেখা গেছে। সাম্প্রতিক মাসগুলোতে এমন নজরদারি কার্যক্রম বেড়ে যাওয়ায় তাইপেই উদ্বেগ প্রকাশ করেছে।তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “চীনের বিমান ও যুদ্ধজাহাজগুলোকে তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (ADIZ) দেখা গেছে, তবে কোনো ধরনের সংঘাত ঘটেনি।”

বিমানগুলো শনাক্ত হওয়ার পর তাইওয়ানের বিমানবাহিনী দ্রুত প্রতিক্রিয়া জানায় এবং আকাশ টহল জোরদার করে। পাশাপাশি, নৌবাহিনী এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিটকেও সতর্ক অবস্থায় রাখা হয়েছে।চীন দীর্ঘদিন ধরে তাইওয়ানকে নিজের অংশ বলে দাবি করে আসছে, যদিও তাইওয়ান নিজেদের স্বাধীন দেশ হিসেবে পরিচালনা করে। বিশ্লেষকদের মতে, এ ধরনের পুনরাবৃত্ত নজরদারি কার্যক্রম চীনের চাপ সৃষ্টি করার কৌশল হতে পারে

Related posts

Leave a Comment