33 C
Kolkata
August 2, 2025
খেলা

জাতীয় গেমসে তাইকোন্ডোতে গড়াপেটার অভিযোগ, সাসপেন্ড ডিরেক্টর

ফাইল চিত্র

জাতীয় গেমসে তাইকোন্ডোতে গড়াপেটার অভিযোগ। এই ম্যাচের ১৬টি ওজন বিভাগের ১০টিতেই গড়াপেটার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটি তাইকোন্ডোর ডিরেক্টর অফ কম্পিটিশনকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রতিযোগিতার গড়াপেটা রুখতে যে কমিটি রয়েছে, তাঁদের সুপারিশ মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে উত্তরাখণ্ডে জাতীয় গেমসে গড়াপেটার খবর পেতেই বেশ ক্ষুব্ধ ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পি টি উষা। কমিটির সুপারিশক্রমে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ‘খেলার স্বচ্ছতার জন্য পিএমসি কমিটির সুপারিশকে আমাদের মেনে নেওয়া অত্যন্ত জরুরি ’। আইওএর সভাপতি পিটি উষা জানান, ‘এটা জাতীয় গেমসের আসরে ঘটার জন্য আমি অবাক। এই ঘটনা দুর্ভাগ্যজনক যে প্রতিযোগিতা শুরুর আগেই কে বা কারা পদক জিতবে তা নির্ধারিত হয়ে গিয়েছে ’।

শুধু তাই নয়, কমিটি তরফে গোটা প্রতিযোগিতায় ভিডিয়ো রেকর্ডিংয়ের সুপারিশ করা হয়েছে। যাতে পরবর্তীকালে তা খতিয়ে দেখা যায়। জানা গিয়েছে, এই গড়াপেটার বিষয়ে কয়েকজন কর্তাও নাকি জড়িত ছিলেন। জাতীয় গেমসে পদকের দাম নাকি উঠেছে তিন লাখ পর্যন্ত। সোনা জিততে ৩ লাখ, রৌপ্য পদকের জন্য ২ লাখ। আর ব্রোঞ্জ পদক জেতাতে নাকি ১ লাখ টাকা করে চায় কর্তারা। ফেব্রুয়ারির ৪-৮ তারিখ পর্যন্ত তাইকোন্ডোর ইভেন্টগুলো আয়োজিত হবে। সেখানে সব সুপারিশই মানার চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে।

ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রধান পিটি ঊষা জাতীয় গেমসের টেকনিক্যাল কন্ডাক্ট কমিটির সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মূল্যবোধ বজায় রাখা। দেশের সবচেয়ে বড় মঞ্চে প্রতিযোগীরা যাতে নিজেদের প্রতিভা তুলে ধরতে পারে, তা নিশ্চিত করা উচিত। সকলের ন্যায্য সুযোগ পাওয়া উচিত। জাতীয় গেমসের মতো প্রতিযোগিতার পদক অন্য কোথাও নির্ধারিত হতে পারে না। খেলা শুরুর আগে তো নয়ই। এমন হলে তা খুবই দুর্ভাগ্যের। আমাদের কাছে প্রত্যেক প্রতিযোগী সমান গুরুত্বপূর্ণ। যে কোনও রকম অনৈতিক বিষয় থেকে সকলকে রক্ষা করা আমাদের দায়িত্ব। এই ধরনের ঘটনা জাতীয় গেমসের ভাবমূর্তি নষ্ট করে। অভিযোগ প্রমাণ হলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment